Site icon Jamuna Television

কারাগার থেকে বেরিয়ে আসছেন বিডিআর জওয়ানরা

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ বছর কারাগারে বন্দি জীবন শেষে মুক্তি পাচ্ছেন তৎকালীন বিডিআরের ১৬৮ জন জওয়ান। ইতোমধ্যে একে একে কারাগার থেকে বের হতে শুরু করেছেন সাজাভোগ করা সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার পর থেকে যাচাই-বাছাই শেষে কারাগার থেকে বের হতে থাকেন।

দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরতে পেরে আপ্লুত সাজাভোগ করা বিডিআর জওয়ানরা। অন্যদিকে, প্রিয়জনকে কাছে পেয়ে আপ্লুত হয়েছে পড়েন স্বজনরাও। কারাফটকের সামনে অনেককে কান্না করতেও দেখা যায়।

এদিন, সকাল থেকেই কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারারের কারা ফটকের সামনে স্বজনদের ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। একই সময় গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনেও ফুল হাতে জড়ো হন স্বজনরা।

কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ বন্দিকে আজ মুক্তি দেয়া হচ্ছে। আর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৭ জন। যাদের মধ্যে ১২ বন্দি ছিলেন হাই-সিকিউরিটিতে।

কারাগার থেকে মুক্তি পাওয়া অনেকেই বেরিয়ে এসে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে তাদের জীবনের অমূল্য ১৬ বছর ফিরিয়ে দেয়ার দাবিও তুলেন অনেকে। গত রোববার, পিলখানা ট্রাজেডির পর বিস্ফোরক মামলায় অভিযুক্ত আসামিদের জামিন দেন আদালত।

/এনকে

Exit mobile version