Site icon Jamuna Television

টাঙ্গাইলে লেবু বাগান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লেবু বাগান থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সালাম (৪৮) ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি পেশায় মুদির দোকানদার ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি না ফেরেনি আমির। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করেন। আজ সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরের একটি লেবু বাগানে তার গলা কাটা মরদেহ দেখতে পায় স্বজনরা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

/আরএইচ

Exit mobile version