Site icon Jamuna Television

সরিষাবাড়ীতে রেললাইন থেকে এলজিইডি কর্মচারীর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে রেললাইন থেকে সানোয়ার হায়দার (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে নিজ এলাকায় বিয়ে করেন সানোয়ার হায়দার। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহ খানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন সানোয়ার। এসময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী মেইল ট্রেন এলে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি। মুহূর্তেই তার মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা।

খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

/এএম

Exit mobile version