Site icon Jamuna Television

গুলশানে বিএনপি’র মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর মনোনয়ন বঞ্চিতদের সমর্থকেরা বিক্ষোভ করেছে গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে।

শুক্রবার সন্ধ্যায় চূড়ান্ত তালিকা ঘোষণার পরই নতুন করে মনোনয়ন চূড়ান্ত করার দাবি তোলে আন্দোলনকারীরা। এসময় মির্জা ফখরুল তালিকা প্রকাশ করে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিবাদী স্লোগান দেয় তারা। আন্দোলনকারীদের মধ্যে রয়েছে পিরোজপুর-২ আসনের বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর (সুমন), বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়ার সমর্থকরা।

সানাউল্লাহ মিয়া সমর্থকরা বলছেন, সানাউল্লাহ মিয়া বেগম খালেদা জিয়ার আইনজীবী৷ তিনি বহু বছর ধরে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে চলেছেন। তাকে দলের মনোনয়ন বঞ্চিত রাখা মানা যায় না৷ সানাউল্লাহ মিয়াকে মনোনয়ন অবশ্যই দিতে হবে৷

Exit mobile version