Site icon Jamuna Television

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা: মাহমুদুর রহমানের আপিলের রায় ১০ ফেব্রুয়ারি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের করা আপিলের রায় ১০ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ তারিখ এজাজের আদালত শুনানি শেষে রায়ের এ তারিখ ঠিক করেন।

এদিন আদালতে মাহমুদুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী তানভীর আহমেদ আল আমিন। তিনি বলেন, এই মামলায় যে সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে রায় হয়েছে তা প্রসিকিউশন দেখাতে পারেনি। সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিচারক মাহমুদুর রহমানের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। কোন চাপে পড়ে বিচারক এ রায় দিয়েছেন তা উত্তর দিতে হবে। সাক্ষ্যের দিন বিচারক মামলার সাক্ষী জয়কে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এতেই বুঝা যায়, এটা পক্ষপাতিত্ব মূলক মামলা।

এর আগে, গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পাঁচ দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হন তিনি। গত বছরের ২২ সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিতের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

আলোচিত এ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ ৫ জনকে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন- জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া।

/এএস

Exit mobile version