Site icon Jamuna Television

স্ত্রীর লাশ গুম করতে প্রেশার কুকারে রান্না!

স্ত্রীকে হত্যার পর লাশ গুম করতে প্রেশার কুকারে রান্নার অভিযোগ উঠেছে ভারতের এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করেছে সাবেক ওই সেনা সদস্য। খবর এনডিটিভির।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। পুলিশের দাবি, গুরু মূর্তির স্ত্রী ভেঙ্কটা মাধবী (৩৫) নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলে হত্যাকাণ্ডের এই ঘটনা বের হয়ে আসে।

ভেঙ্কটা মাধবী গত ১৬ জানুয়ারি নিখোঁজ হয় বলে জানায় তার পরিবার। পুলিশ তদন্ত শুরু করার পর তারা তার স্বামীকে সন্দেহ করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে গুরু মূর্তি তার অপরাধের কথা স্বীকার করেন।

পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর গুরু মূর্তি মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে কাটেন। তারপর সেগুলো প্রেসার কুকারে সেদ্ধ করেন। এরপর হাড়গুলোকে আলাদা করে হামানদিস্তা দিয়ে সেগুলো গুঁড়ো করার পর আবারও সেদ্ধ করেন। এভাবে তিনদিন ধরে একাধিকবার মাংস এবং হাড় সেদ্ধ করার পর সেগুলো প্যাকেটে করে স্থানীয় একটি লেকে ফেলে দেন।

গুরু মূর্তি ভারতের একজন সাবেক সৈনিক। বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।

/এটিএম

Exit mobile version