Site icon Jamuna Television

বাড়ছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি

বিশ্বের বেশ কয়েকটি দেশে সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। ২০২৪ সালের শেষ কয়েক মাসে প্রায় এক কোটি ৯০ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সংস্থাটি।

নেটফ্লিক্স জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা এবং পর্তুগালে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। তবে যুক্তরাজ্যে সাবস্ক্রিপশন ফি বাড়ানো হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, এখনই জানানোর মতো কোনো তথ্য নেই।

এদিকে, ওটিটির প্রতিযোগিতাপূর্ণ বাজারে গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রত্যাশার তুলনায় বেশি আয় করেছে নেটফ্লিক্স। এ সময় ডিজিটাল প্ল্যাটফরমটির আয় ২০২৩ সালের একই প্রান্তিকের তুলনায় ১৬ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ২৫ কোটি ডলার। তবে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল এক হাজার ১১ কোটি ডলার। এর মধ্যে নিট আয় ১৮৭ কোটি ডলার, যা এক বছর আগের ৯৩ কোটি ৮০ লাখ ডলারের দ্বিগুণেরও বেশি।

/এটিএম

Exit mobile version