Site icon Jamuna Television

সমকামী বিবাহ বৈধ হলো থাইল্যান্ডে

দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে সমকামী বিবাহ বৈধতা দেয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শত শত সমকামী দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষের সাথে অংশীদারিত্বে থাকা ব্যাংকক প্রাইডের মতে, সিয়াম প্যারাগন শপিং সেন্টারে প্রায় ২০০ জনেরও বেশি দম্পতি বিবাহের জন্য নিবন্ধন করেছেন।

এই বিলটি এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য একটি বড় বিজয়, যারা এক দশকেরও বেশি সময় ধরে সমকামী বিবাহ অধিকারের পক্ষে কথা বলে আসছে।

থাইল্যান্ডের সংসদ কর্তৃক অনুমোদিত এবং ২০২৪ সালে রাজা কর্তৃক অনুমোদিত এই আইনটি সমকামী দম্পতিদের তাদের বিবাহ আইনত নিবন্ধনের ক্ষমতা প্রদান করে। সেই সাথে তাদের পূর্ণ আইনি, আর্থিক এবং চিকিৎসা অধিকারের পাশাপাশি দত্তক গ্রহণ এবং উত্তরাধিকারের অধিকার প্রদান করে।

/এআই

Exit mobile version