Site icon Jamuna Television

ব্রুনোর ইনজুরি টাইমের গোলে ম্যানইউর জয়

ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। এতে ইউরোপা লিগের নক আউট পর্বের আরও কাছে চলে গেলো রেড ডেভিলরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামে দু’দল। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও ডেডলক ভাঙতে পারেনি ম্যানইউ। কর্নার থেকে ম্যাথিয়াস ডি লিটের হেডারে জাল কাঁপলেও রেঞ্জার্স ডিফেন্ডার প্রপারকে লেনি ইয়োরো ফাউল করলে সেই গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। খেলার ৫২ মিনিটে আত্মঘাতি গোলের কল্যাণে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পাল্টা জবাব দিতে থাকে রেঞ্জার্স। খেলার ৮৮ মিনিটে ডেজার্সের গোলে সমতায় ফেরে সফরকারীরা। তবে ইনজুরি টাইমে ব্যবধান গড়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। লিসান্দ্রো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে ম্যানইউর ২-১ গোলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ের ফলে ইউরোপা লিগ টেবিলের চারে উঠে এসেছে ইউনাইটেড। ৭ ম্যাচে ৪ জয়ে ১৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রেঞ্জার্স।

/এএম

Exit mobile version