Site icon Jamuna Television

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ৬

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

ঘনকুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাস, প্রাইভেটকারসহ ৭টি যানবাহন।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, টোলপ্লাজার ঢাকামুখী লেনে দাড়িয়ে থাকা একটি যানকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে প্রথম দুর্ঘটনা ঘটে। এছাড়া, বাস ও প্রাইভেটকার সংঘর্ষের দুটি ঘটনা ঘটে। 

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, গতরাত থেকে ঘনকুয়াশায় ঢাকা পড়ে এক্সপ্রেসওয়ে। ফলে ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছিল। দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হয়নি।

/আরএইচ

Exit mobile version