Site icon Jamuna Television

‘যেখানেই থাকুক আ.লীগ ও দোসরদের ট্রাইব্যুনাল ফেস করতেই হবে’

আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের দোসররা যেখানেই থাকুক তাদের ট্রাইব্যুনালে বিচারের সম্মুখিন করতেই হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনার ওপর ওরিয়েন্টেশন কর্মশালায় এ কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, হত্যা, খুন ও গুমের সাথে প্রশাসনের যারা যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। অত্যাচারী, খুনী ও জুলুমকারীদের কোন ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের নিষিদ্ধ করার দরকার হয়নি; তারা নিজেরাই পালিয়ে গেছে। এছাড়া আওয়ামী আমলে ২ কোটি ভুয়া ভোটার ছিলো উল্লেখ করে তা বাতিলের দাবিও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version