Site icon Jamuna Television

শনিবার মুক্তি পাবে ৪ ইসরায়েলি জিম্মি, আজ তালিকা দেবে হামাস

যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় শনিবার (২৫ জানুয়ারি) আরও ৪ জিম্মিকে মুক্তি দেবে হামাস। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) তাদের নাম ঘোষণা করবে গোষ্ঠীটি। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি গণমাধ্যম আল-কুদস ও ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় দফা বন্দি বিনিময়ের অংশ হিসেবে শনিবার চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে। চুক্তির অন্যতম শর্ত অনুযায়ী, বন্দি বিনিময়ের ২৪ ঘণ্টা আগে অর্থাৎ আজ এই জিম্মিদের নাম প্রকাশ করবে হামাস।

শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতির ১৬ দিনের মাঝে চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনায় বসবে ইসরায়েল ও হামাস। এরইমাঝে এ আলোচনায় অংশ নিতে মিশরের কায়রোতে পৌঁছেছে ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা মোসাদ ও শিন বেটের একদল প্রতিনিধি।

দ্বিতীয় ধাপের আলোচনায় গুরুত্ব পাবে আরও জিম্মি বিনিময় ও আহত ফিলিস্তিনিদের যাতায়াতের সুবিধার্থে রাফাহ’র ফিলিস্তিন সীমান্ত খুলে দেয়ার বিষয়টি।

এর আগে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিনে (১৯ জানুয়ারি) তিন জিম্মির বিনিময়ে ইসরায়েল ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। আর প্রথম দিনে তিন ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দেয় হামাস।

/এএম

Exit mobile version