Site icon Jamuna Television

শুনানি শেষে মনোনয়নে বৈধ হলেন যারা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আজ শেষ দিন শনিবার আপিল শুনানি চলছে।

সকাল ১০ টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে। আজ শেষ দিনে বাকি ২৩৩ জনের আপিল শুনানি হবে।

আজ আপিল শুনানির শেষ দিনে ভাগ্য খুলল যাদের তারা হলেন:

গণফোরামের নাঈম জাহাঙ্গীর (জামালপুর-৩), খেলাফত মজলিশের আব্দুল কাইয়ুম খান (নেত্রকোণা-১), একেএম লুৎফর রহমান (ময়মনসিংহ-১), চৌধুরী মোহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬), শাহ মফিজ (ব্রাহ্মণবাড়িয়া-২), মোরশেদ সিদ্দিকী (চট্টগ্রাম-৯), বিএনপির এম মোরশেদ খান (চট্টগ্রাম-৮), বিএনপির জেড খান মো. রিয়াজ উদ্দিন (চাঁদপুর-৪)।

এর আগে দুদিনের শুনানিতে প্রার্থিতা ফেরত পেয়েছেন ১৫৮ জন। বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের আপিল।

Exit mobile version