Site icon Jamuna Television

সীমান্তে গুলি আর মেনে নেব না: জোনায়েদ সাকী

ফাইল ছবি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, ভারত বাস্তবতা যত দ্রুত মেনে নেবে, তত দ্রুত সম্পর্ক সহজ হবে। তবে সীমান্তে গুলি আর মেনে নেয়া হবে না। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে রাজি। কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিত্যপণ্যের দাম কমাতে হবে। সিন্ডিকেটের চাঁদাবাজি বন্ধ করে ওএমএসের চাল ভর্তুকি মূল্যে দিতে হবে। পাশাপাশি দেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুতের দাম ন্যায় সঙ্গত হয়েছে কি না তা দেখার জন্য কমিটি হয়েছে। কিন্তু কমিটি রিপোর্ট প্রকাশ করছে না। আগের সরকারের মত আবারও বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত চলছে। এ সময় সংস্কারের কোনো প্রভাব দেশের মানুষ দেখতে পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version