সীমান্ত থেকে আটকের পর বাংলাদেশি কৃষককে ফেরত দিলো বিএসএফ

|

দিনাজপুর করোসপন্ডেন্ট:

দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত থেকে আটকের ৬ ঘণ্টা পর বাংলাদেশি কৃষক আলামিনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয় বিএসএফ।

স্থানীয়রা জানান, কৃষক আলামিন শুক্রবার সকাল ৯ টার দিকে বিরল এনায়েতপুর সীমান্তের দ্বীপনগর গ্রামে শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়।

পরে, তার পরিবারের সদস্যরা বিজিবিকে জানালে তাকে ফেরত আনা হয়। তবে কি কারণে ওই কৃষককে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল তা জানায়নি। এভাবে কৃষক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় আতংকসহ থমথমে অবস্থা বিরাজ করছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply