Site icon Jamuna Television

স্কুইড গেম সিরিজের পুতুল কীভাবে হয়ে উঠলো মানুষ মারার যন্ত্র?

নেটফ্লিক্সে রিলিজের পর থেকেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে মেগা হিট সিরিজ ‘স্কুইড গেইমের’ একাধিক চরিত্র। তবে দ্বিতীয় সিজনেও সবকিছু ছাপিয়ে গেছে হলুদ জামা পড়া, দুই ঝুটির পুতুল ‘ইয়ং হি’। মিষ্টি চেহারার পুতুল কীভাবে হয়ে উঠলো মানুষ মারার যন্ত্র- সেই গল্পই জানিয়েছেন সিরিজের প্রোডাকশন ডিজাইনার।

মিষ্টি দেখতে এই পুতুল কীভাবে এমন ভয়ংকর হত্যা যন্ত্র হিসেবে ব্যবহারের চিন্তা মাথায় এলো তা নিয়ে কথা বলেছেন সিরিজটির প্রডাকশন ডিজাইনার। জানান, পুরো সিরিজজুড়েই অপ্রত্যাশিত সব চমক থাকবে দর্শকদের জন্য। আর সেই থিমের সাথে মিলিয়েই মাথায় আসে এই ভাবনা।

প্রডাকশন ডিজাইনার চায়ে কিয়ং সান বলেন, পুরো সিরিজ জুড়েই অপ্রত্যাশিত সব জিনিস ঘটবে। থিমের সঙ্গে মিল রেখেই এমন মিষ্টি একটা পুতুলকে মানুষ হত্যার ভয়ংকর এক যন্ত্রের রূপ দেয়া হয়েছে। এটির ডিজাইনে সবচেয়ে গুরুত্ব দিয়েছি ওর মুখের অভিব্যক্তির ওপর। নাক, মুখ, গাল সবকিছুই খুব কিউট। কিন্তু চোখ আর হাসি- বলে দেবে এটি সাধারণ কোনো পুতুল নয় বরং একটি ‘কিলার ডল’।

ইয়ং হি মূলত দক্ষিণ কোরিয়ার প্রাইমারি স্কুলের পাঠ্যবইয়ের একটি চরিত্র। তবে চেহারার আদল দিয়েছেন নিজের মেয়ের সঙ্গে মিল রেখে জানিয়ে তিনি আরও বলেন, পুতুলটির কিছু ফিচার আসলে আমার মেয়ের চেহারা থেকে অনুপ্রাণিত। চোখের ওপর শর্ট ফ্রিঞ্জ বা ব্যাংস দিয়েছি। ছোটবেলায় বহুদিন আমার মেয়ের চুলের ছাট এমন ছিল।

উল্লেখ্য, প্রায় তিন বছর পর ২৬ ডিসেম্বর মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় সিরিজ স্কুইড গেইমের দ্বিতীয় সিজন। এবারও হয়েছে রেকর্ড। নেটফ্লিক্স বলছে, প্রিমিয়ার সপ্তাহেই ৬৮ মিলিয়ন বার দেখা হয়েছে সিজন টু। স্কুইড গেইম টু রিলিজের পর নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় দুই কোটি।

/এসআইএন

Exit mobile version