Site icon Jamuna Television

যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু

যশোর করেসপনডেন্ট: 

যশোরের ঝিকরগাছায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে সাকিব হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃর্তিপুর মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ফাহিম বিশ্বাস (২৬) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছে। আহত ফাহিম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সাকিব জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা পৌর শহরের মোবারকপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সাকিব ও ফাহিম প্রাইভেট কারে যশোর থেকে ঝিকরগাছার উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা উপজেলার কৃর্তিপুর মোড়ে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর যশোর বেনাপোল মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাকিবের মৃত্যু হয়। আর গুরুতর অবস্থায় ফাহিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, পুরো গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। যেভাবে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকাতে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। আর আহত যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএস

Exit mobile version