Site icon Jamuna Television

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারালো বাংলাদেশ

প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়েই গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছিলেন নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু সিরিজের শেষ ম্যাচে অর্থাৎ নারী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। ১১৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২২ ওভার ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এ হারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগের হাতছাড়ার পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজ খুঁইয়েছে টাইগ্রেসরা।

বিশ্বকাপে খেলতে হলে এখন ৬ দলের একটি বাছাইপর্ব খেলতে হবে। যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে দুটি দল। বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারানোর পর প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেন ফারজানা হক ও শারমিন আক্তার। ধীরে চলো নীতিতে দ্বিতীয় উইকেটে অর্ধশত রানের পার্টনারশিপ গড়েন তারা। ফারজানা ২২ রানে ফেরার পর শারমিন আউট হন ৩৭ রানে। এরপর ড্রেসিং রুমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন টাইগ্রেস ব্যাটাররা। ১১৮ রানে অলআউট হওয়ার আগে সোবহানা মোস্তারি খেলেন ৬২ বলে ২৫ রানের একটি ইনিংস। উইন্ডিজের হয়ে কারিশমা রামহারাক নেন সর্বোচ্চ ৪টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় উইন্ডিজ। উদ্‌বোধনী জুটি থেকে আসে ৪৫ রান। কিয়ানা জোসেফের ৩৯ ও ডিয়ান্দ্রা ডটিনের ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে সহজ জয় নিশ্চিত করে উইন্ডিজ।

/এসআইএন

Exit mobile version