Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট:

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল।

তার পরিবার জানায়, ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের পাশে জমিতে কাজ করছিলেন হাবিল। এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফের সদস্যরা।

পরে, আহত হাবিলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। জখম গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়।

/এসআইএন

Exit mobile version