Site icon Jamuna Television

প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টেস্ট হ্যাটট্রিক করলেন নোমান আলি

মুলতান টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানি স্পিনার নোমান আলি। পাকিস্তানের টেস্ট ইতিহাসে ৭৩ বছরে প্রথম কোনো স্পিনারের হ্যাটট্রিক এটি।

শনিবার (২৫ জানুয়ারি) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমেই ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন নোমান। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটকে লেগ বিগোরের ফাঁদে ফেলেন তিনি।

ইনিংসের ১১তম ওভারের প্রথম তিন বলে একে একে বিদায় করেন জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ারকে। আর এতেই হ্যাটট্রিকের মাইলফলকে পৌঁছান ৩৮ বছর বয়সী এ বোলার।

প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৮ রান সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের।

/এমএইচআর

Exit mobile version