Site icon Jamuna Television

ইসরায়েল-মিসর ছাড়া আর কাউকেই সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র

বিশ্বের আর কোন দেশকেই আর সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। দাতা দেশ হিসেবে বেশ পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় সকল মার্কিন বৈদেশিক সাহায্য বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে ইসরায়েল ও পিরামিডের দেশ মিশরে তহবিলের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। শুধুমাত্র এই দুই দেশ মার্কিন তহবিল পাবে। শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি মেমো পাঠান তার দফতরের কর্মকর্তাদের কাছে। যেখানে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অধীনে বিদেশি সহায়তায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।

এতে বলা হয়, ‘কোনো নতুন তহবিল অনুমোদন বা আগের তহবিল নবায়নের ক্ষেত্রে প্রতিটি প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদনের পরেই তা কার্যকর হবে।’

এই আদেশের ফলে উন্নয়ন সহায়তা থেকে সামরিক সাহায্য পর্যন্ত সবকিছুই প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে। ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে জো বাইডেন প্রশাসন থেকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সহায়তা পেলেও এবার তা বন্ধ হয়ে যেতে পারে।

তবে ইসরায়েল ও মিসরের জন্য সামরিক সহায়তাকে মার্কো রুবিও নির্দেশনার বাইরে রাখা হয়েছে। গাজার যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও বড় সামরিক প্যাকেজ দিচ্ছে। মিসর ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করার পর থেকে যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের প্রতিরক্ষা তহবিল পেয়ে আসছে। 

/এআই

Exit mobile version