Site icon Jamuna Television

পল্টনে বিএনপি’র কার্যালয়ের সামনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে আজ পল্টনে বিএনপি’র কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রর্দশন করেন বিএনপির নেতা-কর্মীরা।

এ সময়, চাঁদপুর- ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের পক্ষে স্লোগান দেন তার সমর্থকরা। এসময় তার স্ত্রী সাবেক মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি উপস্থিত ছিলেন। তার অভিযোগ, দলের জন্য যারা কাজ করছে, তাদের মূল্যায়ন করেনি বিএনপি। বিক্ষোভ প্রদর্শন শেষে, দুপুর দুইটা নাগাদ প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনও করবেন এহসানুল হক মিলনের সমর্থকরা।

এর আগে শুক্রবার রাতেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে জড়ো হন মনোনয়ন বঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময়, তারা স্লোগান দেয়ার পাশাপাশি মূল ফটকে ইট-পাটকেল ছুঁড়ে মারেন।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version