Site icon Jamuna Television

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

গাজীপুর জেলা শহরের ভোড়া হাজীবাগ এলাকায় দৃর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু বকর সিদ্দিক বাবু। সে গাজীপুর শহর অটো মালিক সমিতির নেতা শামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, গতকাল দুপুরে ঐ এলাকার একটি বিয়ের নিমন্ত্রণে গিয়ে বন্ধুদের সাথে আবু বকর সিদ্দিক বাবুর কথা কাটাকাটি হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর দাস ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, তদন্ত এবং ময়না তদন্ত শেষে ঘটনার রহস্য উন্মোচন হবে।

Exit mobile version