Site icon Jamuna Television

জ্বালানি খাতের সব প্রকল্পের উন্মুক্ত টেন্ডার হবে: উপদেষ্টা ফাওজুল কবির

ফাইল ছবি।

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এখন থেকে জ্বালানি খাতের প্রকল্পগুলো উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে। পাশাপাশি এই খাতে হওয়া দুর্নীতির বিচার করতে আলাদা ট্রাইব্যুনাল প্রয়োজন। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে জ্বালানি বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে ৩২ হাজার কোটি টাকা ও জ্বালানি খাতে ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। এর মধ্যে গত ৬ মাসে ৫৬ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আওয়ামী লীগের সময়ে বেশি দামে বিদ্যুৎ কেনা হয়েছে। এই দাম কতদিন টানা যাবে তা নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, গ্যাসের মূল সংকট হচ্ছে যোগান ও চাহদায়। একদিকে গ্রাহক গ্যাস-বিদ্যুতের দাম কমানোর চাপ দিচ্ছে। অন্যদিকে আরেকটি পক্ষ দাম বাড়ানোর কথা বলছে। শুধুমাত্র বাড়তি ব্যবহারকারীদের জন্যই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তবে স্বাভাবিক গ্রাহকদের বাড়তি টাকা দিতে হবে না।

/আরএইচ

Exit mobile version