Site icon Jamuna Television

খুবি শিক্ষার্থী হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী অর্নব কুমার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তবে, আটকৃতদের বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় অর্নবের মরদেহ। নেয়া হয় নগরীর বানরগাতি ইসলাম কমিশনার মোড়ের বাড়িতে।

পুলিশ বলছে, হত্যার রহস্য উদঘাটনে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে, শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিলেন অর্ণব। এসময় চার থেকে পাঁচজন সন্ত্রাসী তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

/এমএইচ

Exit mobile version