Site icon Jamuna Television

কুয়ালালামপুর বিমানবন্দরে ১২ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:

ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, গতকাল শুক্রবার ১২ জন বাংলাদেশি মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সেজে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন। এ সময় তারা একটি আমন্ত্রণপত্রও দেখান। পরে যাচাই করে আমন্ত্রণপত্রটি ভুয়া বলে শনাক্ত করা হয়। এরপর তাদেরকে আটক করা হয়।

এক বিবৃতিতে দেশটির ফিশারিজ একাডেমি জানায়, বাংলাদেশি কোনো ব্যক্তিকে ফিশারিজ একাডেমিতে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তারা ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকি দিতে ফিশারিজ একাডেমির লোগো সম্বলিত পোশাক পরিধান করেছিল। এর ফলে ফিশারিজ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং প্রতিষ্ঠানটির সততা ও বিশ্বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলেছে। ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়াতে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে প্রতিষ্ঠানটি নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

/আরএইচ

Exit mobile version