Site icon Jamuna Television

যমুনায় ধরা পড়লো ৩৮ কেজির বাঘাইড়, বিক্রি ৪৮ হাজার টাকায়

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। পরে সেটি উন্মুক্ত ডাকের মাধ্যমে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় হালিম নামে এক মাছ ব্যবসায়ী মাছটি ক্রয় করেন।  শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ফেরিঘাট বাজারে তোলা হয় মাছটি। 

স্থানীয় মাছ ব্যবসীরা জানান, শনিবার ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান। সেখানে জেলেদের জালে বিশাল আকৃতির ওই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসলে মাছটি দেখতে বাজারে মানুষের ভিড় জমায়। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী ও বাঘাইড় মাছ ক্রেতা হালিম বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে জেলেরা মাছটি তুলে। পরে এটি উন্মুক্ত ডাকে ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করবো।

/এনকে

Exit mobile version