Site icon Jamuna Television

আ. লীগের সাবেক মন্ত্রীদের ডাকার কারণ জানালেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মহলে সমালোচনা হচ্ছে।

তবে কমিশনের প্রধান কামাল আহমেদের দাবি, তাদের টেলিভিশনের লাইসেন্স হোল্ডার হিসেবে ডাকা হয়েছে অভিযোগের বিষয়ে বক্তব্য শোনার জন্য।

গত ২২ জানুয়ারি গণমাধ্যম সংস্কার কমিশন থেকে সভার নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, কমিশনের একটি মতবিনিময় সভা আগামী ২৭ জানুয়ারি (সোমবার) সকাল সাড়ে ১০টায়  অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে তথ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে রাতে এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। ‘২৭ জানুয়ারি টিভি চ্যানেল মালিকদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের সভা সম্পর্কে‘— শিরোনামে তিনি লেখেন, গত ১৫ বছরে বেসরকারি টিভি চ্যানেলগুলোর প্রায় সবার বিরুদ্ধে ফ্যাসিবাদকে সহায়তার অভিযোগ আছে। কিন্তু এসব চ্যানেলের কাউকেই সরকার নিষিদ্ধ করেনি, কিংবা মালিকানায় পরিবর্তন (দু-একটি ব্যতিক্রম বাদে) ঘটেনি।

তিনি বলেন, টিভি চ্যানেলগুলোকে সংস্কারের অংশ করতে হলে চ্যানেল মালিকদের কাছ থেকে তাদের ভূমিকার ব্যাখ্যা শোনার প্রয়োজন অস্বীকার করা যাবে না। সেকারণেই শুধু লাইসেন্সধারীদের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে কয়েকজন হত্যামামলার আসামি হিসাবে জেলেও আছেন জেনেও লাইসেন্সধারী হিসাবে তাদের নামে চিঠি গেছে, যাদের পক্ষে অন্য কেউ প্রতিনিধিত্ব করলেও করতে পারেন।

/এনকে

Exit mobile version