Site icon Jamuna Television

অবৈধ পথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে রোহিঙ্গাসহ ১৬ জন উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে ১৪ জন রোহিঙ্গাও রয়েছে। এ সময় পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নৌবাহিনীর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌবাহিনী জানায়, স্থানীয় মানব পাচারকারী কেফায়েত উল্লাহর নেতৃত্বে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশে ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে জড়ো করা রাখা হয়েছে এমন খবর পান তারা। পরে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা কেফায়েত উল্লাহ পালিয়ে গেলেও তার সহযোগী মো. আব্দুল্লাহকে (২৫) আটক করা হয়। পরে পাহাড়ের বিভিন্ন স্থান থেকে ২ জন বাংলাদেশিসহ ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেন তারা।

বাহিনীটি আরও জানায়, চক্রটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে জোরপূর্বক অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পাহাড়ে আটকে রেখে শারীরিক নির্যাতন করা এবং মুক্তিপণ না দিলে বিদেশে বিক্রি করে দেয়ার হুমকির অভিযোগ রয়েছে। আটক দালাল ও উদ্ধার ১৬ জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

/এনকে

Exit mobile version