Site icon Jamuna Television

এমবাপ্পের হ্যাটট্রিক, ব্যবধান বাড়ালো রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় ঠিক আগের ম্যাচেই লাস পালমাসের বিপক্ষে জোড়া গোলের দেখা পেয়েছিলেন এ ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

শনিবার (২৫ জানুয়ারি) এমবাপ্পে জাদুতেই রিয়াল ভায়োদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তি শিষ্যরা।

লাল কার্ডের নিষেধাজ্ঞায় এ দিন ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। যদিও ব্রাজিলিয়ান তারকার অভাব বুঝতেই দেননি এমবাপ্পে।

ম্যাচের ৩০তম মিনিটে বেলিংহামের অ্যাসিস্ট থেকে প্রথম গোল পান এমবাপ্পে। ৫৭ মিনিটে রদ্রিগোর পাস থেকে দ্বিতীয় আর ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন ফ্রেঞ্চ সুপারস্টার। এই নিয়ে লিগে তার গোল এখন ১৫।

২১ ম‍্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল। সমান ম‍্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ।

অপরদিকে ৩৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। গোল ব্যবধানে এগিয়ে তিনে অবস্থান করছে কাতালানরা।

/এমএইচআর

Exit mobile version