Site icon Jamuna Television

ট্রাম্প সরকারের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) পদে নিশ্চিত হলো ডোনাল্ড ট্রাম্প মনোনীত ক্রিস্টি নোয়েমের নাম। শনিবার (২৫ জানুয়ারি) সিনেটে ভোটাভুটির পর নিয়োগ পান তিনি।

ভোটাভুটিতে ক্রিস্টি নোয়েম ৫৯ সিনেটরের সমর্থন আদায় করেন। বিপক্ষে অবস্থান নেন ৩৪ জন।

ট্রাম্পের অভিবাসনবিরোধী কট্টর নীতির পক্ষে অবস্থান সাউথ ডাকোটার সাবেক এই গভর্নরের। অনুপ্রবেশকে আগ্রাসন বলেও আখ্যা দেন তিনি।

এখন থেকে ২ লাখ ৬০ হাজার কর্মীর মার্কিন স্বরাষ্ট্র বিভাগের নেতৃত্ব দেবেন ক্রিস্টি। তার দায়িত্বের আওতায় থাকবে সীমান্ত নিরাপত্তা, বৈধ অভিবাসন, জরুরি বিভাগ, সাইবার নিরাপত্তা, কোস্টগার্ড ও সিক্রেট সার্ভিস।

ক্ষমতা গ্রহণের পরই রিপাবলিকান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগ নিশ্চিত করছেন ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান পিট হেগসেথ।

/এমএইচ

Exit mobile version