১৫ হাজার সেনা নিয়োগ দিয়েছে হামাস

|

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অবরুদ্ধ গাজায় যুদ্ধের মধ্যেই ১০ থেকে ১৫ হাজার নতুন সেনা নিয়োগ দিয়েছে। মার্কিন কংগ্রেসের দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নতুন সেনা নিয়োগের এই সংখ্যা হামাসের প্রতিরোধক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে উঠে এসেছে যে, ইসরায়েলি আগ্রাসনে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও হামাস তাদের কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতার প্রমাণ দিয়েছে।

মার্কিন কংগ্রেসে উত্থাপিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো হামাসের সদস্য নিয়োগ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, হামাস তাদের সদস্যসংখ্যা পুনরুদ্ধারে সক্ষম এবং ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই রয়ে গেছে।

তবে এই নিয়োগ প্রমাণ করে যে, দীর্ঘ যুদ্ধ এবং প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস অভিযোজনে সক্ষম এবং নতুন প্রজন্মের প্রতিরোধযোদ্ধা তৈরি করে তাদের সংগঠন টিকিয়ে রেখেছে। এটি কেবল তাদের সংগঠনের স্থিতিশীলতাই নয়, ভবিষ্যতের প্রতিরোধ কার্যক্রমের জন্য প্রস্তুতি নেওয়ার সক্ষমতাকেও নির্দেশ করে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply