Site icon Jamuna Television

সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত ৭০

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশারের সর্বশেষ কার্যকর হাসপাতালগুলোর একটিতে ড্রোন হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সৌদি হাসপাতালে বোমা হামলার ফলে হাসপাতালের ভবনটি ধ্বংস হয়। সেখানে জরুরি চিকিৎসা সেবা দেয়া হত।

সুদানের যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধাসামরিক গোষ্ঠী এ হামলার পেছনে রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের সাথে যুদ্ধে লিপ্ত। তারা দারফুরের পশ্চিমাঞ্চলের প্রায় বিশাল অঞ্চল দখল করেছে। তারা মে মাস থেকে উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশার ঘেরাও করে রেখেছে, তবে শহরটি দখল করতে সক্ষম হয়নি। সেখানে সেনাবাহিনী-সংযুক্ত মিলিশিয়ারা তাদের বারবার পিছু হটতে বাধ্য করেছে।

মেডিকেল সূত্র অনুসারে, একই ভবনে কয়েক সপ্তাহ আগে একটি আরএসএফ ড্রোন আঘাত করে। এল-ফাশারের স্বাস্থ্যসেবার ওপর হামলা ব্যাপক হারে বেড়েছে। 

/এআই

Exit mobile version