Site icon Jamuna Television

প্রশ্নফাঁসের অভিযোগে আটক ৭

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে ডিএমপি’র গোয়েন্দা বিভাগের সিরিয়াস ক্রাইম ইউনিট।

কর্মকর্তারা জানান, আকটকৃতরা সবশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার হল থেকে বিশেষ ডিভাইসের মাধ্যমে প্রশ্নফাঁস করেছিলো। চক্রটি পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল অংকের অর্থের বিনিময়ে প্রশ্নফাঁস করে থাকে বলে জানান তারা।

ডিবি জানায়, মোবাইলের সঙ্গে সংযুক্ত একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে পরীক্ষার হলের বাইরে থেকে ফাঁস হওয়া প্রশ্নের সমাধান করে দেয় চক্রের সদস্যরা। তবে, পরীক্ষার হলে মোবাইল নিষিদ্ধ হলেও পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা।

Exit mobile version