Site icon Jamuna Television

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন

চীন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, তারা বিশ্বাস করে শান্তিপূর্ণ নির্বাচন করার সক্ষমতা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। তবে, তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

আজ সকালে, গুলশানের সিক্স সিজনস হোটেলে, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নিয়ে ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: ভবিষ্যতের সম্ভাবনা’ শীর্ষক এক আন্তর্জাতিক সংলাপ শেষে একথা বলেন তিনি।

সংলাপে বক্তারা, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন। কসমস ফাউন্ডেশনের এই সংলাপ, বর্তমান প্রেক্ষাপটে দু’দেশের সম্পর্কের পূণর্মূল্যায়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ সনাক্ত করতে সহযোগী হবে বলে মনে করেন বক্তারা।

Exit mobile version