Site icon Jamuna Television

জাতীয় নাগরিক কমিটির আরও ৫ সেল গঠন

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আরও পাঁচটি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। সেলগুলো হলো, স্বাস্থ্য সেল, স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি, শিল্প বাণিজ্য, মানবাধিকার ও যুব উন্নয়ন সেল। রোববার (২৬ জানুয়ারি) সংগঠনটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সেল সম্পাদক হয়েছেন ড. তাসনিম জারা। আর সদস্য হিসেবে রয়েছেন, ডা. তাসনূভা জাবীন, ডা. আশরাফুল আলম সুমন, এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মনিরুজ্জামান, সৈয়দ হাসান ইমজিয়াজ নাদভী, মনিরা শারমিন, ডা. জাহিদুল ইসলাম, ডা. মিনহাজুল আবেদীন, সালেহ উদ্দিন সিফাত, এহতাশাম হক, অর্পিতা শ্যামা দেব, ফারিবা হায়দার, মুনতাসীর মাহমুদ ও সাগর বড়ুয়া।

নাগরিক অধিকার ও মানবাধিকার সেলের সেল সম্পাদক হয়েছেন মোশফিকুর রহমান জোহান। আর সদস্য হিসেবে রয়েছেন, সাবহানাজ রশীদ দিয়া, সানজিদা রহমান তুলি, মানজুর আল মতিন, ফয়সাল মাহমুদ শান্ত ও ফাতিমা তাহসিন।

যুব উন্নয়ন সেলের সেল সম্পাদক মুতাসিম বিল্লাহ। সদস্য: ডা. জাহিদুল ইসলাম, তানজিল মাহমুদ, তাহসীন রিয়াজ, এস. এম. শাহরিয়ার, মো. নাহবুব আলম, মো. রাসেল আহমেদ।

শিল্প ও বাণিজ্য সেলের সেল সম্পাদক আব্দুল্যাহ আল মামুন ফয়সাল। সদস্য: আকরাম হোসাইন, সাগুফতা বুশরা মিশমা, মাহবুব আলম মাহির, আব্দুল্লাহ আল আমিন।

স্বাস্থ্য সংগঠন সেলের সেল সম্পাদক হয়েছেন ডা. মো. আব্দুল আহাদ। সদস্য হয়েছেন, ডা. মাহমুদা আলম মিতু, ডা. মিনহাজুল আবেদিন, ডা. মনিরুজ্জামান, ডা. আশরাফুল আলম সুমন, অর্পিতা শ্যামা দেব, সৈয়দ হাসান ইমজিয়াজ নাদভী, সাগর বড়ুয়া, ফারিবা হায়দার ও মুনতাসির মাহমুদ।

এর আগে, গত ১২ জানুয়ারি আরও পাঁচটি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। এগুলো হলো শহীদ পরিবার ও আহত কল্যাণ সেল, দপ্তর সেল, প্রচার ও প্রকাশনা সেল, আইসিটি সেল এবং তথ্য ও জনসংযোগ সেল।

/এএস

Exit mobile version