Site icon Jamuna Television

রাঙামাটিতে পৃথক অভিযানে শুল্কবিহীন বিদেশি ও নকল সিগারেট জব্দ

পৃথক অভিযানে রাঙ্গামাটি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বিজিবি।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার দুর্গম বাঘাইছড়ির প্রশিক্ষণ টিলায় অভিযান চালায় বিজিবি। সেখান থেকে বিদেশি অরিস ব্র্যান্ডের সিগারেট ভর্তি ২টি লাগেজ এবং কাউখালী উপজেলা থেকে নামিদামি কোম্পানির নকল সিগারেট বিড়ি পায় তারা।

বিজিবি জানায়, একটি চক্র বেশ কিছুদিন ধরেই নামিদামি কোম্পানিসহ দেশীয় কয়েকটি কোম্পানির নামে নকল সিগারেট বাজারজাত করে আসছে। আমরা স্থানীয়দের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর নজরদারি করতে থাকি। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা সটকে পড়ে।

এসময় সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত শুল্কবিহীন এসব অবৈধ সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এটিএম

Exit mobile version