Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: সুপার সিক্সে ভারতের কাছে উড়ে গেছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ভারতের বোলিং তাণ্ডবে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৭ ওভার ১ বলেই সহজ জয় তুলে নেয় ভারত।

কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ২২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে জুনিয়র টাইগ্রেসরা। ২ অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই ফিরে যান দলের ৭ জন ক্রিকেটার।

শেষদিকে জান্নাতুল মাওয়ার ১৪ আর অধিনায়ক সুমাইয়ার অপরাজিত ২১ রানে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। ৩ উইকেট নিয়েছেন ভারতের ভৈষ্ণবি শর্মা। ২০ ওভারের ম্যাচে বাংলাদেশের মেয়েরা মাত্র একটি বাউন্ডারি মেরেছে। সুমাইয়া আক্তারের ব্যাট থেকে একমাত্র চারের বাউন্ডারিটি আসে ইনিংসের ১১তম ওভারে।

৬৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানে ১ম উইকেট হারায় ভারত। আর দ্বিতীয় উইকেট হারায় জয় থেকে ৫ রান দূরে থাকতে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে জয়ের ভীত গড়ে দেন গঙ্গাদি তৃশা। শেষদিকে সানিকার অপরাজিত ১১ রানে জয় তুলে নেয় ভারত।

/এনকে

Exit mobile version