Site icon Jamuna Television

চিকিৎসার জন্য বাংলাদেশিদের চীনের ভিসা সহজের প্রস্তাব

ভারতের সঙ্গে ভিসা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারেন, সে জন্য বেইজিং সরকারের সাথে আলোচনা ও ভিসা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

চীন সফর নিয়ে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, কুনমিংয়ের ডেপুটি গভর্নর এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে। কয়েকটি হাসপাতাল নির্ধারণ করে দেয়ার কথা ভাবা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর জোর দিয়েছেন।

তিনি জানান, তিব্বতে ব্রক্ষপুত্রের ওপর চীনের বাঁধ নির্মাণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের। তবে নদ থেকে পানি না নেয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।

তৌহিদ হোসেন জানান, আগামী মার্চে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিক, সেটা চায় চীন। দেশটির চাওয়া, বহুপক্ষীয় ফোরামের পাশাপাশি ড. ইউনূস দেশটিতে দ্বিপক্ষীয় সফর করুক।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা হয়েছে কিনা-জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। জবাবে উপদেষ্টা বলেন, এটা নিয়ে কোনো কথা হয়নি। কারণ, আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়া করছি না।

চীনা ঋণের ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, ঋণের সুদহার ৩ শতাংশের মতো। তারপরও এটা আরও কমানো এবং পরিশোধের সময়সীমা ৩০ বছর করার অনুরোধে ইতিবাচক সাড়ার ইঙ্গিত দিয়েছে বেইজিং।

/এটিএম

Exit mobile version