Site icon Jamuna Television

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে, গত ১৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ইসমাইল তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে রিমান্ড বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন। পরে এই জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

গত ১৪ জানুয়ারি রাতে রাজধানীর ভাটারা এলাকে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশের একটি দল।

/এনকে

Exit mobile version