Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন সিনার

অস্ট্রেলিয়ান ওপেনে এককের ফাইনালে জার্মানির প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছেন ইয়ানিক সিনার। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সিনারের এটি তৃতীয় গ্র্যান্ড স্লাম।

রোববার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনার ফাইনালে সিনার ছিলেন দুর্দান্ত। কখনোই ব্রেক পয়েন্টের মুখোমুখি হননি তিনি। তার শক্তিশালী সার্ভ এবং মজবুত সামর্থ্যের সামনে প্রতিপক্ষ জভেরেভ ছিলেন বিবর্ণ। প্রথম সেটে সহজেই জয় পান সিনার, তবে দ্বিতীয় সেটে ফের লড়াই করে টাই-ব্রেক পর্যন্ত ম্যাচ নিয়ে যান জভেরেভ। তবে সেটাও যথেষ্ট ছিলনা। শেষ পর্যন্ত দুই ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৭-৬, ৬-৩ গেমে ট্রফি নিশ্চিত করেন ২৩ বছর বয়সী সিনার।

/এসআইএন

Exit mobile version