Site icon Jamuna Television

নড়াইল-১ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২০৬ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ঘোষিত তালিকা থেকে নড়াইল-১ আসনের প্রার্থী কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেনের প্রার্থিতা বাতিল করেছে দলটি। আজ শনিবার তার প্রার্থিতা বাতিল করা হয়। তার জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বাস জাহাঙ্গীর আলম।

গতকাল সন্ধ্যায় এই আসনে প্রার্থী হিসেবে এস এম সাজ্জাদ হোসেনের নাম ঘোষণা করেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আজ বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। সাজ্জাদ হোসেনের প্রার্থিতা কেন বাতিল করা হয়েছে সেবিষয়ে কিছু জানানো হয়নি।

Exit mobile version