Site icon Jamuna Television

বিএনপি’র চূড়ান্ত প্রার্থীদের মধ্যে কারাগারে আছেন যারা

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ২০৬ জনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। বাকী ৯৪টি আসনের প্রার্থীর নাম আজ ঘোষণা করার কথা রয়েছে। এদিকে ২০৬জন চূড়ান্ত প্রার্থীর মধ্যে ৩ জন এখনো কারাগারে আছেন।

কারাগারে থাকা প্রার্থীরা হলেন- নরসিংদী-১ আসনের খাইরুল কবির খোকন, টাঙ্গাইল-২ আসনের সুলতান সালাউদ্দিন টুকু, চট্টগ্রাম-৯ আসনের ডা. শাহাদাত হোসেন।

খাইরুল কবির খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি। পৃথক ২টি নাশকতা মামলায় খোকন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না মন্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে।

গত ১২ জুন রাতে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে নাশকতাসহ পুলিশের দায়ের করা ৪৫টি মামলা রয়েছে। যার সবগুলোই বিচারাধীন রয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।

Exit mobile version