Site icon Jamuna Television

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর মার্কিন নিয়ন্ত্রণ নেয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করে ট্রাম্প এমন মন্তব্য করেন। খবর, বিবিসির।

সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ান সফরকালে ট্রাম্প বলেন, আমি মনে করি, আমরা এটি (গ্রিনল্যান্ড) পেতে যাচ্ছি। দ্বীপটির ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান।

ট্রাম্প আরও বলেন, ডেনমার্কের এতে কী দাবি আছে তা আমি আসলে জানি না। তবে যদি তারা এটির বিরোধিতা করে তবে তা অত্যন্ত অ-বন্ধুত্বপূর্ণ কাজ হবে কারণ এটি মুক্ত বিশ্বের সুরক্ষার জন্য দরকার। আমি মনে করি, আমরা গ্রিনল্যান্ড পাব। কারণ এটি বিশ্বের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত।

২০১৯ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে বিশাল আর্কটিক অঞ্চলটি কেনার সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। বলেছিলেন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন।

গত সপ্তাহে এক ফোনালাপে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’ বলে জোর দিয়ে বলার খবর প্রকাশের পর গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার কথা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, উত্তর আমেরিকা থেকে গ্রিনল্যান্ড হয়ে ইউরোপে যেতে সবচেয়ে কম সময় লাগে। তাই কৌশলগত কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। এ ছাড়া এখানে যুক্তরাষ্ট্রের একটি বিশাল মহাকাশ গবেষণা স্থাপনা আছে।

/এমএইচআর

Exit mobile version