Site icon Jamuna Television

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস ও ফ্রান্সের মধ্যস্থতায় ৬০ দিনের এক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হিজবুল্লাহ। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় রোববার (২৬ জানুয়ারি)। এরপর নতুনকরে মেয়াদ বাড়ায় হোয়াইট হাউস। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস একটি বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি, তা ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। লেবানন ও ইসরায়েলের সঙ্গে লেবাননের বন্দীদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরু করার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই বক্তব্য মেনে নিয়ে স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, লেবানন নিশ্চিত করেছে যে তারা বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে।

এদিকে, রোববার (২৬ জানুয়ারি) যুদ্ধবিরতির শেষ দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের হামলায় ২২ জনের মৃত্যু হয়েছে।

লেবাননের কর্তৃপক্ষ জানায়, গতকাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় লেবাননের হাজারো নাগরিক সেনাবাহিনীর আদেশ অমান্য করে নিজেদের বাড়িতে ফিরতে চেষ্টা করেছিলো। সেসময় ইসরায়েলি সেনারা তাদের ওপর হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করেছে।

রোববার নিহতের মধ্যে তাদের এক সেনাকে শনাক্ত করেছে লেবাননের যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক বাহিনী। তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সেনা প্রত্যাহারে বিলম্ব করার অভিযোগ তুলেছে।

/এআই

Exit mobile version