Site icon Jamuna Television

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১৮

দক্ষিণ নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। এক সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় ১শ’ জন নিহত হন।

ফেডারেল রোড সেফটি কর্পসের কর্মকর্তা ওলুসেগুন ওগুংবেমাইড এক বিবৃতিতে বলেছেন, ‘রাস্তায় চলার একপর্যায়ে ট্রাকটির ব্রেক ব্যর্থতার সম্মুখীন হয় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি এক্সপ্রেসওয়েতে সামনে থাকা বেশকিছু যানবাহনের মধ্যে বিধ্বস্ত হয়।’

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে যারা অক্ষত রয়েছেন।

/এআই

Exit mobile version