Site icon Jamuna Television

২০২৪ সালে দেশের বাইরে ঘুরতে গেছেন বিশ্বের ১৪০ কোটি মানুষ

অনেকেই লক্ষ্য করেছেন হয়তো যে বিমানবন্দরের নিরাপত্তা চেক পয়েন্টগুলোতে লাইন দীর্ঘ। আগে থেকেই হোটেল বুকিংসহ বাজেট-বান্ধব ভাড়া, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে চলছে ভ্রমণ পরিকল্পনা, তাই না? আর হবেই না কেন, করোনা মহামারির পর ২০২৪ সালে বিশ্ব পর্যটন আবার পুর্বের অবস্থায় ফিরে এসেছে। এমনটাই জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড টুরিজম অর্গানাইজেশন প্রকাশিত ২০২৪ সালের প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে, প্রায় ১.৪ বিলিয়ন মানুষ আন্তর্জাতিকভাবে ভ্রমণ করেছিলেন। এই সংখ্যাটি করোনার আগে ২০১৯ সালের ভ্রমণ সংখ্যার ৯৯ শতাংশ। 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী পর্যটন ব্যয় ১.৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে পর্যটকরা গড়ে প্রতিজনে ১,০০০ ডলারেরও বেশি ব্যয় করেছেন।

২০২৪ সালে, মোট ৩১ কোটি ৬০ লাখ মানুষ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভ্রমণ করেছেন। অন্যদিকে, ২১ কোটি ৩০ লাখ মানুষ আমেরিকায়, ৯ কোটি ৫০ লাখ মানুষ মধ্যপ্রাচ্যে এবং ৭ কোটি ৪০ লাখ মানুষ আফ্রিকায় ভ্রমণ করেছেন।

/এআই

Exit mobile version