Site icon Jamuna Television

ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির বৈঠক, ১০ বিষয়ে একমত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপি মহাসচিব। দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুও বৈঠকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, চরমোনাইয়ের পীর রেজাউল করিমের সঙ্গে বৈঠকে ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব ইউনুস আহম্মেদ শেখ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম।

বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানায়, দুই দলের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে যৌথভাবে দশটি বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো হলো—

এর আগে, গত ২১শে জানুয়ারি বরিশালে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান।

/এমএন

Exit mobile version