Site icon Jamuna Television

কোরআন শরিফের ওপর বসা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট, তরুণ আটক 

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুরে কোরআন শরিফ অবমাননার দায়ে এক যুবককে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাকে উপজেলার ভাতগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তাইজুল ইসলাম উপজেলার দুল্যা বেগম মধ্যপাড়া এলাকার বানেজ মিয়ার ছেলে। 

পুলিশ সুত্রে জানা যায়, তাইজুল ইসলাম (২৫) তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট ও ইমু আইডিতে ছবি স্টোরি করেন। সেখানে দেখা যায়, কোরআন শরিফের ওপর বসে আছেন তাইজুল। পরে স্থানীয়রা তাকে আটক করে রাখে। এরপর পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে আটক করে মির্জাপুর থানায় নিয়ে আসে। বিকেলে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। 

মির্জাপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, গতরাতে ফোনে খবর আসে এক যুবককে কোরআন শরিফ অবমাননার দায়ে আটক করেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে আনে। মির্জাপুর থানায় সাইবার নিরাপত্তা আইন ও প্যানেল কোডে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/এনকে

Exit mobile version