Site icon Jamuna Television

পাকিস্তানে গ্যাস ট্র্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬

পাকিস্তানের মুলতানে একটি গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মুলতানের হামিদপুর কানোরা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ভোররাতে এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

এক কর্মকর্তা জানিয়েছেন যে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন তারা। 

প্রাথমিকভাবে ভয়াবহ ওই বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। কিন্তু উদ্ধার তৎপরতার সময় আরেক নারীর মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে। এদের মধ্যে একজন অল্প বয়সী মেয়ে রয়েছে। 

/এআই

Exit mobile version